ময়মনসিংহে অটো চালক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহের পাগলায় অটো চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত এখলাছ উদ্দিন পাগলা থানার চাকুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়: বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাগলা থানার চাকুয়া এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে এখলাছ গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। নিহত এখলাছের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৭ জুলাই রাতে অটো চালক সুজনকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে এখলাছ উদ্দিন।

বন্দুকযুদ্ধময়মনসিংহ