ম্যালেরিয়া প্রতিরোধ করবে এলইডি লাইট

পরিবেশবান্ধব লাইট হিসেবেই বেশ জনপ্রিয় এলইপি লাইট। এই লাইট অর্থ, জ্বালানি ও কার্বন নির্গমন সবই হ্রাস করে।

শুধু অর্থ আর জ্বালানি সাশ্রয়ীই নয়, কৃষিকাজেও অবদান রাখছে এলইডি লাইট। এবার ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের প্রতিরোধেও কাজ করবে এটি।

ম্যালেরিয়া এখনো বিশ্বের অন্যতম মরণঘাতী রোগ। এই রোগে শুধু আফ্রিকাতেই প্রতিবছর মারা যায় ৬ লাখ ৫৫ হাজার মানুষ।  আর এই রোগ ছড়ানোর জন্য প্রধানত দায়ী মশা।

গবেষকরা ম্যালেরিয়া প্রতিরোধের জন্য উপায় বের করতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। অনেক রকম প্রতিষেদকও আবিস্কার করেছেন তারা। তবে এই ব্যাপারে আরো অনেক কিছু করার আছে।

ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করবে এমন একটি এলইডি লাইট আবিস্কার করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক। এই লাইট মশার আচরণ বিধিতে পরিবর্তন ঘটাবে। যার দরুণ মানুষকে কামরানোর পরিমাণ করে আসবে এবং ম্যালেরিয়ার প্রকপও কমবে। এলইডি ব্লু লাইট মানুষের প্রতি মশার আকৃষ্টতা ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে।