মৌলভীবাজারে বনকর্মীদের উপর হামলা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার গোমড়া এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভায় বনকর্মীদের উপর হামলা করেছে জবরদখলকারীরা। আত্মরক্ষায় বন কর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গোমড়া এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভা চলার সময় হামলার ঘটনা ঘটে।

বন বিভাগ জানায়,সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক উপস্থিত হয়ে বনকর্মীদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বনকর্মীদের উপর হামলা চালায় জবরদখলকারীরা। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। সংঘর্ষে তিন জন বনকর্মীসহ ৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আশিক মিয়ার ছেলে রুমেল মিয়া ও রুমান মিয়াকে আটক করেছে পুলিশ।