মোনেম মুন্নার জার্সির নিলাম শনিবার

নব্বই দশকের জনপ্রিয় ফুটবল তারকা প্রয়াত মোনেম মুন্নার জার্সি নিলামে উঠছে শনিবার। অকালে পৃথিবী ছেড়ে যাওয়া বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারের পরিবার করোনায় অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছেন ৩১ বছর আগের জার্সি নিয়ে।

১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে সাউথ কোরিয়ার বিপক্ষে জেতা ম্যাচে মুন্না গায়ে জড়িয়েছিলেন ২ নম্বর লেখা জার্সি। সেটিই তোলা হচ্ছে নিলামে। ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই লক্ষ টাকা।

নিলাম শুরু হবে শনিবার রাত ১১টায়। ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেজ থেকে সরাসরি নিলাম পরিচালিত হবে।

বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাট নিলামে তুলে সবার আগে এগিয়ে আসেন সাকিব আল হাসান। সৌম্য সরকার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট ও তাসকিন আহমেদ ওয়ানডেতে ব্যক্তিগত প্রথম হ্যাটট্রিক বল নিলামে বিক্রি করে পাওয়া অর্থ করোনা দুর্গতদের সহায়তায় দিয়েছেন।

নিলামবাংলাদেশ ফুটবলমোনেম মুন্নালিড স্পোর্টস