মেসি ফাইনালে খেলবেন, খেলবেন না

লিওনেল মেসি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবেন? নাকি খেলতে পারবেন না? রোববার সকাল পর্যন্ত এ প্রশ্নের উত্তর দিতে পারেনি বার্সেলোনা কিংবা স্প্যানিশ মিডিয়া।

কোনো শক্ত কারণ ছাড়া অধিনায়ককে বাদ রেখে একাদশ সাজানোর কথা ভাবতে পারেন না রোনাল্ড কোম্যান। কিন্তু কোচকে এদফা ভাবতে হচ্ছে ভালো করেই। দলের সেরা তারকার যে চোট আছে।

মেসি অবশ্য দলের সঙ্গে সেভিয়ার মাঠে গেছেন। বার্সেলোনা অধিনায়ক ট্রফির মঞ্চে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নামবেন কিনা, সিদ্ধান্ত হবে ম্যাচ শুরুর একেবারে আগমুহূর্তে। কোচ কোম্যান আশাবাদ শুনিয়েছেন তাকে নিয়ে।

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপার মঞ্চে সেভিয়ার মাঠে নামবে বার্সেলোনা, প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। যারা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে।

প্রথম সেমিতে বার্সেলোনা জিতে বসে থাকায় রিয়াল মাদ্রিদ জিতলেই হতে পারত বছরের প্রথম এল ক্ল্যাসিকো। কিন্তু সুপার কাপের দ্বিতীয় সেমিতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে রিয়াল ২-১ গোলে হেরে বসায় সেটি হচ্ছে না।

কর্দোবায় সুপার কাপের প্রথম সেমিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপার মঞ্চের টিকেট কেটেছে বার্সা।

উত্তেজনার সেই সেমিতে চোটের কারণে খেলতে পারেননি মেসি। ম্যাচের আগেরদিন অনুশীলন পর্যন্ত করতে পারেননি। পরে ফিরেছেন গা ঘামাতে। কিন্তু পুরোপুরি ফিট নন।

অধিনায়ক রোববারের ফাইনালে খেলবেন কিনা, কোচকে নিজের ফিটনেস নিয়ে সবুজ বার্তা দিলে তবেই কোম্যান একাদশ সাজাবেন বলে জানিয়ে রেখেছেন।

অ্যাথলেটিক বিলবাওকোম্যানবার্সেলোনামেসিস্প্যানিশ সুপার কাপ