মেসির হ্যাটট্রিক, মেসিময় জয় বার্সার

দল জিতেছে পাঁচ গোলে। নিজে করেছেন তিন গোল। বাকি দুটি গোলে করেছেন সহায়তা। লা লিগায় যেন এক মেসিময় রাত কাটাল বার্সেলোনা।

রোববার রাতে মেসির হ্যাটট্রিকে লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের উড়ন্ত জয় পেয়েছে বার্সেলোনা। বাকি গোল দুটি লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকের।

মেসির জাদুকরী ফুটবলের রাতে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল লেভান্তেই। ৩২ মিনিটে ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়েটাংয়ের শট ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে।

লেভান্তের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে খাতা খোলে অতিথিরা। মেসির দারুণ এক ক্রসে বক্সের কাছ থেকে ভলিতে জাল খুঁজে নেন সুয়ারেজ। চলতি লিগে উরুগুয়ে তারকার ১১তম গোল।

ম্যাচের ৪৩ মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। নিজেদের সীমানা থেকে বুসকেটসের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে লেভান্তের বক্সে ঢুকে পড়েন অধিনায়ক। ডান পায়ের কোনাকুনি শটে খুঁজে নেন জাল।

মধ্যবিরতির পর ফিরেই মেসি ব্যবধান আরেকদফা বাড়ান। সুয়ারেজের ক্রস আলবার পা ঘুরে মেসির কাছে আসে। বক্সের মধ্য থেকে বাঁ-পায়ের ছোঁয়ায় স্বাগতিক গোলরক্ষককে বোকা বানান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের ৬০ মিনিটে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার হ্যাটট্রিক পূর্ণ হয়। সুয়ারেজের পাস ভিদাল ঘুরে গোলমুখে দাঁড়ানো মেসির কাছে যায়। আবার বাঁ-পা, আলতো ছোঁয়ায় হ্যাটট্রিক তুলে নেন মেসি।

চলতি লিগে যেটি মেসির ১৪তম গোল ও সর্বোচ্চ। সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেন এবার, যেটিও সর্বোচ্চ।

শেষমুহূর্তে অধিনায়কের আরেকটি দুর্দান্ত পাসে বল পেয়ে বাঁ-পায়ের শটে লেভান্তের জালে কফিনে শেষ পেরেকটি ঠোকেন পিকে।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে সেভিয়া। তিনে অ্যাটলেটিকো। ২৯ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস