‘মেসির ভোটই প্রমাণ করে আমি কোথায় আছি’

‘ফিফা দ্য বেস্টে’ একজন কোচ বা অধিনায়ক তিনটি ভোট দিতে পারেন। সেখানে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে তিনটি ভোট দেন লিওনেল মেসিও। বার্সেলোনা সুপারস্টার প্রথম ভোটটি দিয়েছিলেন সাদিও মানেকে। মেসির ভোট পেয়ে সম্মানিত বোধ করা লিভারপুল তারকা ব্যাপক প্রশংসাও করেছেন এলএমটেনের।

এবারের ফিফা বেস্ট হয়েছেন মেসি। আর ভোটের ব্যবধানে পঞ্চম হন মানে। তার ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক হন দ্বিতীয়। তৃতীয় হন মানের আরেক সতীর্থ মোহামেদ সালাহ। মাঝে চতুর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মানে ছাড়াও মেসি ভোট দেন তার প্রতিদ্বন্দ্বী রোনালদো এবং বার্সা সতীর্থ ফ্রেঙ্কি ডি জংকে। তবে মেসির একনম্বর ভোটটা পান মানে। মেসির ভোট পাওয়াটা যে কতটা সম্মানের এবং সেটা একজন খেলোয়াড়কে উচ্চতায় তোলে, সানডে টাইমসকে দেয়া সাক্ষাতকারে সেটাই বলেছেন মানে।

সেনেগাল তারকার কথায়, ‘মেসি আপনার পক্ষে ভোট দিলে সেটা খুবই সম্মানের হয়। আমি কোথা থেকে এসেছি তা যদি আপনি দেখেন, তবে এটাই দেখতে পাবেন যে, আমি অনেকদূর এসেছি। মেসির ভোটও সেটা প্রমাণ করে। কোনো একাডেমিতে দীর্ঘ সময় না থেকেও আমি এখানে পৌঁছেছি। আমি বাচ্চাদেরকে যা বলতে পারি তা হল কঠোর পরিশ্রম করো এবং তোমার স্বপ্নের জন্য এগিয়ে যাও।’

সুযোগ পেলে তিনি মেসির সতীর্থ হবেন কি-না সে বিষয়ে লিভারপুল উইঙ্গার রসিকতা করে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, ভার্জিলের পরে (ভার্জিল ফন ডাইক) না, ভার্জিল একজন দুর্দান্ত, দুর্দান্ত খেলোয়াড়, তবে দুঃখিত ভার্জিল, মেসিকে আপনার আগে রাখতে হবে।’

সালাহ’র সঙ্গে গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ভাগাভাগি করার পর চলতি মৌসুমটাও দুর্দান্তভাবে শুরু করেছেন মানে।

চলতি মৌসুমে লিগে এরইমধ্যে তার নামের পাশে পাঁচ গোল জমা পড়েছে। মানে গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও। রোববারই নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। লিগে শতভাগ জয় ধরে রাখতে এদিন ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।

মেসিলিড স্পোর্টসসাদিও মানে