মেসিদের অ্যাওয়ে গোলের স্বস্তি

চেলসিকে উড়িয়ে সেরা আটের পথে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে খেলতে যেয়ে ড্র নিয়ে ফিরেছে বার্সা। ইতালিয়ান ক্লাবটির জমাট রক্ষণের মুখে খাবি খেতে খেতে অবশ্য মূল্যবান একটি অ্যাওয়ে গোলের খানিক স্বস্তি নিয়ে ফিরেছেন মেসিরা।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের ৩০ মিনিটে ড্রেইস মের্টেন্সের গোলে নাপোলি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে সমতা ফেরানো গোলটি করেন অ্যান্টনে গ্রিজম্যান।

আসছে ১৮ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অনেক হিসাবের ম্যাচে নামতে হবে বার্সাকে।

ছয় হলুদ কার্ডের ম্যাচে একটি লাল কার্ড, মঙ্গলবার রাতে যার চারটি হলুদ ও লালটি বার্সার দিকে। বুসকেটস, মেসি, গ্রিজম্যান, ভিদাল হলুদ। বুসকেটস ফিরতি লেগ মিস করবেন। ভিদাল পরে আরেকটি হলুদ, দুই হলুদ কার্ডে ৮৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়া ও এলোমেলো খেলার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মতো গোছানো প্রদর্শনী দেখাতে থাকে বার্সা। নেলসন সেমেদোওয়ের ক্রসে গ্রিজম্যান সমতা ফেরালে মেলে ফল। পরে দুদলই কয়েকটি সুযোগ তৈরি করে আর কাজে লাগাতে পারেনি।

রাতের অন্য ম্যাচে, চেলসিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে সেরা আটে এককদম দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। ১৮ মার্চ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে অনেকটা নির্ভার হয়েই নামতে পারবে জার্মান জায়ান্টরা।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে সার্জি গানাব্রে প্রথম বায়ার্নকে লিড এনে দেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৬ মিনিটে রবার্ট লেভানডোভস্কি তৃতীয় গোলটি এনে বড় জয় নিশ্চিত করেন।

গ্রিজম্যানচেলসিচ্যাম্পিয়ন্স লিগনাপোলিবায়ার্নবার্সামেসিলিড স্পোর্টস