মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ

দীর্ঘ আট মাস ব্লক থাকার পর অবশেষে মুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় বাংলা প্লাটফর্ম সামহোয়্যারইন ব্লগ।

সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজেও এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস ফেসবুক পোস্টে লিখেছেন, নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রী নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে জানিয়ে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পার হলেও এই শুভবোধের জন্যে সকল বাংলা ব্লগারদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ন মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গনতন্ত্র এবং বাংলাভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস। সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশসহ সারা বিশ্ব জানে। দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তাঁর অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।

দীর্ঘ দিন পর ২ লাখ ১৩ হাজার ব্লগারের প্ল্যাটফর্ম সামহোয়্যারইন ব্লগ মুক্ত হওয়ায় জানিয়ে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্লগাররা।

গত আট মাস আগে বিটিআরসি’র নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিলো।

ব্লগ