মির্জা ফখরুলের শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটের আগেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। রোববারের মধ্যে প্রতিটি কেন্দ্রে ইভিএমসহ সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপনির্বাচনে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়।

বগুড়া-৬বগুড়া-৬ আসনবগুড়া-৬ আসনের উপ-নির্বাচনমির্জা ফখরুল ইসলাম আলমগীর