মির্জা ফখরুলের আসনে ২৪ জুন উপনির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসন থেকে জয় লাভ করেছেন সেই বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন: বগুড়া-৬ আসনে নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব এসব তথ্য জানান।

তিনি আরো বলেন: ভোটগ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকাল ৮টার পরিবর্তে এ আসনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করা হবে এবং বিকেল ৪টার পরিবর্তে ভোটগ্র্রহণ শেষ হবে বিকেল ৫টায়।

এর আগে গত রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ঈদের পরপরই মির্জা ফখরুলের আসনের (বগুড়া-৬) উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

ইসি সচিব বলেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণা করার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

উপ-নির্বাচননির্বাচন কমিশনবগুড়া-৬ আসনমির্জা ফখরুল ইসলাম আলমগীর