মিঠুন-সাব্বিরের প্রতিরোধে বাংলাদেশের ২২৬

আবারও ব্যাটিং ব্যর্থতা

প্রথম ম্যাচকেই যেন অনুসরণ করলেন লিটন, তামিম, মাহমুদউল্লাহ! সৌম্য ও মুশফিক আশা জাগিয়েও পারলেন না ইনিংস বড় করতে। তবে মিঠুন ও সাব্বিরের ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছে ২২৬ রানের মাঝারি সংগ্রহ।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ২ বল আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। টানা দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ৫৭ রান করে এ ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হন লেগ স্পিনার টড অ্যাশটলের বলে। ৬৯ বলের ইনিংসে ছিল সাত বাউন্ডারি ও এক ছয়ের মার।

সমান সাত বাউন্ডারিতে ৬৫ বলে ৪৩ রান করেন সাব্বির রহমান। দলীয় একশর আগে ৫ উইকেট হারিয়ে ফেলার পর মিঠুন-সাব্বির ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৭৫ রান। আর তাতেই দলীয় সংগ্রহ দুইশ ছাড়ানোর সম্ভাবনা জাগে। মিরাজ ১৬, সাইফউদ্দিন ১০ ও অধিনায়ক মাশরাফী ১৩ রান করলে সম্ভব হয় সেটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আবারও কিউই পেসারদের তোপের মুখে আত্মসমর্পন করে বাংলাদেশের টপঅর্ডার। ১ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। প্রথম ওয়ানডের মতোই ৫ রান করে আউট হন তামিম ইকবাল। সৌম্য সরকার ২২ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

৪৮ রানে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিকুর রহিমের ব্যাট সম্ভাবনার জানান দিলেও ২৪ রান করে ফার্গুসনের বলে বোল্ড হন। মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রান করে ক্যাচ তুলে দিলে নেমে আসে বিপর্যয়। সেখান থেকে মিঠুন ও সাব্বিরের লড়াই মাঝারি সংগ্রহের দিকে নিয়ে যায় সফরকারীদের।

লকি ফার্গুসন নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন জেমস নিসাম ও টড অ্যাশটল। ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও কলিন গ্র্যান্ডহোম নিয়েছেন একটি করে উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৩২ রান তুলে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগারদের পুঁজি আরও ছোট।