মায়েদের প্রতি জয় উৎসর্গ

ম্যাচসেরা সানি বললেন, মায়েদের দোয়া কবুল হয়েছে

সিলেট থেকে: যার যার মায়ের নাম লেখা জার্সি জড়িয়ে মাঠে নেমেছিলেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। ছোট পুঁজি নিয়েও ২০ রানের দারুণ এক জয়ে মাঠ ছেড়েছেন পরে। সেটিও আবার টানা চার ম্যাচে জয় তুলে সিলেট আসা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় হওয়া আরাফাত সানি বললেন, মায়েদের দোয়া কবুল হয়েছে। জয়টাও উৎসর্গ করা হয়েছে মায়েদের প্রতিই।

‘মায়ের নাম নিয়ে খেলা সবসময় গর্বের বিষয়। আমাদের ম্যানেজমেন্টের আগে থেকেই একটা পরিকল্পনা ছিল এটা নিয়ে। বড় কথা আমরা আজকে ম্যাচটি জিতেছি। আর আজকের দিনই আমরা মায়ের নামে জার্সি পরে খেলেছি। অবশ্যই সব মায়েদের প্রতি উৎসর্গ করেছি।’

‘উপরওয়ালা আমাদের মায়েদের দোয়া কবুল করেছেন বলে আমরা জিতেছি। যেহেতু ঢাকা খুব ভালো পারফর্ম করেছে। এমন একটি দলের সঙ্গে খেলা, প্রেসার ম্যাচ ছিল। আজকের দিনে বড় একটা ম্যাচ উইন করেছি, তাই এটা আমাদের বাড়তি পাওয়া।’

দেশি-বিদেশি তারকা ব্যাটসম্যানে ভরপুর ঢাকার লাগাম টেনে রাখেন আরাফাত সানি। এ বাঁহাতি স্পিনার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। প্রথম ডেলিভারিতেই পান উইকেট।

দলের অন্যরাও এ ম্যাচে করেন নিয়ন্ত্রিত বোলিং। প্রয়োজনের সময় তুলে নেন উইকেট। তাতে ১৩৬ রান নিয়েও সহজেই ম্যাচ জেতে রাজশাহী। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের দল তুলতে পারে ১১৬ রান।

বিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীলিড স্পোর্টস