স্কুলে স্কুলে মাল্টিমিডিয়ার ছোঁয়া

স্কুলে স্কুলে মাল্টিমিডিয়ার ছোঁয়া লেগেছে। আনন্দ নিয়ে লেখাপড়া শিখছে কয়েক কোটি শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন, উপস্থিতির হার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষার্থীদের আগ্রহ।

প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থীকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দেশের ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করেছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’।

রাজবাড়ী জেলার পিছিয়ে পড়া একটি এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগ করছে সেই ল্যাবের সুফল। বড় পর্দা মিউজিক আর ভিডিওর মাধ্যমে আনন্দ নিয়ে লেখাপড়া করছে তারা।

এরপাশেই শতবছর আগের এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও বেড়ে উঠছে ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করে।

রাজবাড়ী জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই এখন মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের সঙ্গে রয়েছে কম্পিউটার ল্যাব। মন্ত্রণালয়ের এমন উদ্যোগ পৌঁছে গেছে দেশের ৭০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে। এই কম্পিউটার ল্যাবগুলো রক্ষনাবেক্ষন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

মাল্টিমিডিয়া ক্লাস রুম