মার্কিন কংগ্রেস স্পিকারের পদত্যাগ

পদত্যাগ করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার রিপাবলিকান জন বোয়েনার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বোয়েনার জানান, বৃহস্পতিবার কংগ্রেসে পোপ ফ্রান্সিসের ভাষণ ও তার সঙ্গে একান্ত বৈঠকের পর তার মনে এমন কিছু উপলব্ধি জন্ম দেয়, যাতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

জন বোয়েনার জানিয়েছেন, অক্টোবরের শেষ নাগাদ তিনি কংগ্রেস ছাড়বেন। বোয়েনারের সহকারী জানান, দলের রক্ষণশীলদের বিভিন্ন অন্যায্য দাবি-দাওয়ার মুখে তিনি গত বছরের শেষেই পদত্যাগ করতে চেয়েছিলেন।

কে রিপাবলিকান স্পিকার হবেন তা নিয়ে এরইমধ্যে দলের ভেতরে ও গণমাধ্যমে যুক্তি-তর্ক শুরু হয়ে গেছে। স্পিকার জন বোয়েনারের পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পদত্যাগমার্কিন কংগ্রেস