মানবপাচার বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহবান রওশনের

মানবপাচার বন্ধের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সরকারকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। রোববার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে মানবপাচার নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে রওশন আরও বলেন, ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।

কিছুদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমেও বড় খবর মানবপাচার। আর এই বিষয় নিয়ে অনেক দিন পর আবার গণমাধ্যমের সামনে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

তিনি বলেন, দালালরা অমানুষিকভাবে এই কাজ করছে। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আশাকরি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচারের সঙ্গে জড়িতদের ব্যাপারে আরও তৎপর হবেন।

নববর্ষের দিন নারী লাঞ্ছনা, অল্প সময়ের ব্যবধানে কয়েকজন ব্লগার হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা।

ভারতে স্থল সীমান্ত চুক্তি পাসের ঘটনায় আনন্দ প্রকাশ করে রওশন বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে। এতে দক্ষিণ এশিয়াকে একটি শান্তির দূর্গ গড়ে তোলা সম্ভব হবে।

সিটি নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ায় পার্টির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষপটে তিনি বলেন, সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করে তোলাই এখন তাদের মূল লক্ষ্য।

জাতীয় পার্টিমানবপাচাররওশন এরশাদ