মাদকবিরোধী অভিযানে ‘স্বস্তি’তে লালমনিরহাট

আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটের সীমান্ত এলাকাগুলোতে কমেছে মাদক ব্যবসায়ীদের আনাগোনা। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যেও। 

লালমনিরহাটের ২শ’ ৮৪ কিলোমিটার সীমান্ত পথের প্রায় ৫৪ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই। এক সময় মাদকের বড় বড় চালান ঢুকতো এসব সীমান্তপথ দিয়ে। উৎসবের দিনগুলোকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আনাগোনায় সরগরম থাকত। চলমান মাদকবিরোধী অভিযানে বদলেছে এ চিত্র।

পুলিশ জানায়, সচেতনতা বাড়াতে সীমান্ত এলাকায় জেলা পুলিশের মাদকবিরোধী উঠান বৈঠক ও অভিযান অব্যাহত রয়েছে।

শুধু বিশেষ অভিযান নয়, মাদক নিয়ন্ত্রণে সবসময়ই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে প্রত্যাশা স্থানীয়দের।

মাদকবিরোধী অভিযানলালমনিরহাট