মাঠেই মেসিকে জবাব দিতে লেভানডোভস্কিকে বলছেন মুলার

আগুনে ফর্মে আছেন রবার্ট লেভানডোভস্কি। যা নিয়ে আসছে সপ্তাহে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসির মুখোমুখি হবেন পোলিশ স্ট্রাইকার। কে সেরা তা বুঝিয়ে দেয়ার জন্য সেই ম্যাচে লেভাকে আবারও জ্বলে ওঠার আহ্বান বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলারের।

শনিবার রাতে চেলসিকে নিজ মাঠে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচে নিজে জোড়া গোল করেছেন লেভানডোভস্কি, করিয়েছেন দুই গোল। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

লেভার রাতে জ্বলে উঠেছেন মেসিও। নাপোলিকে ৩-১ গোলে হারানোর রাতে প্রতিপক্ষের আধাডজন খেলোয়াড়কে বোকা বানিয়ে নিজে দর্শনীয় এক গোল করেছেন বার্সা অধিনায়ক, আদায় করেছেন এক পেনাল্টি। ভিএআর প্রযুক্তি বাধা না হলে আরেকটি গোল হতে পারতো ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার।

দলের মূল তারকারা জ্বলে ওঠায় ১৫ আগস্ট পর্তুগালের লিসবনে দারুণ এক কোয়ার্টার ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এক লেগের সেই ম্যাচে মেসিকে যদি ছাপিয়ে যেতে পারেন তাহলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পথে আরও এগিয়ে যাবেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করা লেভানডোভস্কি।

আর যথারীতি ম্যাচের আগেই উঠে গেছে প্রশ্ন, কে সেরা? মেসি না লেভানডোভস্কি? মুলার বলছেন, ১৫ আগস্টের ম্যাচে সব উত্তর দিয়ে দেবেন বায়ার্ন তারকা, ‘শুক্রবারই দেখা যাবে (ম্যাচের রাত)। লেভি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।’

‘মেসিও শনিবার ভালো খেলেছে। তবে সবকিছু এখন লেভির হাতে। আর শুক্রবারই সে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।’

‘বার্সেলোনা হয়তো স্প্যানিশ লিগ জিততে পারেনি, হয়তো তাদের সমস্যা আছে। তবে নকআউটে যেকোনো কিছু হতে পারে। যারা খারাপ খেলবে তারাই বাদ পড়বে।’

কোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগজার্মানিবায়ার্নবার্সামুলারমেসিলিড স্পোর্টসলেভানডোভস্কিসুয়ারেজস্পেন