মাইলফলকের সামনে সাকিব-মুশফিক

চট্টগ্রাম থেকে: অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনারের উইকেটের ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেই। ২০০ থেকে মাত্র ৪ উইকেট দূরে সাকিব।

মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম অপেক্ষায় আছেন চার হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁতে। চার হাজারি ক্লাবে নাম লেখাতে মি. ডিপেন্ডেবলের চাই আর মাত্র ৩১ রান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ রফিক। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩৩ টেস্ট খেলে উইকেটের সেঞ্চুরি করার পরই থামে এ বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার। সেখানে ২০০ উইকেট শিকারি প্রথম বাংলাদেশি হতে যাচ্ছেন আরেক বাঁহাতি স্পিনারই। সাকিব ৫৩ টেস্টে উইকেট নিয়েছেন ১৯৬টি।

টাইগার জার্সিতে টেস্ট উইকেট শিকারে তৃতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। মাত্র ২১ টেস্টে এ বাঁহাতি স্পিনারের উইকেট ৮৭টি। হাঁটছেন সেঞ্চুরির পথে।

মাইলফলক নিয়ে কখনোই খুব বেশি ভাবনা কাজ করে না সাকিবের মধ্যে। উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগেও বাংলাদেশ অধিনায়ক আবেগে গা ভাসালেন না, ‘কিছু টেস্ট খেললে তো দুইশ টেস্ট উইকেট হয়েই যাবে। এটা খুব বড় ব্যাপার না। যদি হয় তাহলে হয়তো ভালোলাগা কাজ করতে পারে।’

মুশফিক সেখানে নাম লেখাতে যাচ্ছেন তামিম ইকবালের পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগার ওপেনার ছুঁয়েছেন ৪ হাজার টেস্ট রান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তার খুব কাছে মুশফিক। ৬৪ টেস্ট খেলে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের সংগ্রহ ৩,৯৬৯ রান।

মুশফিকলিড স্পোর্টসসাকিব