মহেশখালীতে অস্ত্রের কারখানা, আটক ২

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৭।

বুধবার সকালে উপজেলার বড় মহেশখালীর ২ নং ওয়ার্ডের পাহাড়তলি এলাকার গভীর জঙ্গলে এ অস্ত্র কারখানার সন্ধান পায় র‌্যাব।

এখন পর্যন্ত র‌্যাব অভিযান চালিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি ও ৩৩টি অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের মহিষের ডেইল এলাকার আবদুল মাবুদ (৪০) ও একই ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার আবু তাহের (৪২)।

সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর বড় মহেশখালীর পাহাড়তলিতে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, এসব অস্ত্র রোহিঙ্গা, জলদস্যু, ডাকাতের কাছে বিক্রি করা হতো। এর আগেও আবদুল মাবুদ আটক হয়ে জেল ভোগ করেছে। কারাগার থেকে ফিরে সম্প্রতি আবারো একই কাছে লিপ্ত হয়। এব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

অস্ত্র উদ্ধার