মরগান ঢাকার জার্সিতে, রাজশাহীতে ডুমিনি

বিপিএলের সপ্তম আসরের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনি খেলবেন রাজশাহী কিংসে।

২০১৬ সালে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে সিরিজ খেলতে আপত্তি জানিয়েছিলেন মরগান ও তার আরেক সতীর্থ অ্যালেক্স হেলস। এই দুজনকে ছাড়াই বাংলাদেশে সিরিজ খেলে যায় ইংল্যান্ড। গত মৌসুমে হেলস অবশ্য রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলে গেছেন। তবে নতুন মৌসুমে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন মরগান।

বিশ্বকাপের পর আপাতত আন্তর্জাতিক বিরতি কাটাচ্ছেন ইংলিশদের ওয়ানডে অধিনায়ক মরগান। যদিও বিশ্বজয়ী দলটি ব্যস্ত অ্যাশেজ নিয়ে। মরগান টেস্ট খেলেন না। সময়টাতে খেলবেন ইউরো টি-২০ স্লামে। এই আসরে জন্মস্থান ডাবলিনের হয়ে খেলতে দেখা যাবে এক ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানকে।

অন্যদিকে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডুমিনি। দেশ সাউথ আফ্রিকা সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করায় অবসরটা মনমতো হয়নি। আপাতত বিভিন্ন টি-টুয়েন্টি লিগের দিকে মনোনিবেশ করছেন বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যান।

আইপিএলে নিয়মিত খেললেও বিপিএলে প্রথমবারের মতো খেলার ইচ্ছা প্রকাশ করেন ডুমিনি। তাকে দলে পেতে খুব একটা বেগ তাই পেতে হয়নি রাজশাহী কিংসকে।

বড় বড় নামের ক্রিকেটারদের বেশ ভিড় দেখা যাচ্ছে এবার বিপিএলে। সাউথ আফ্রিকার আরেক মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে আগেই দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের খেলার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটানস।

ইয়ন মরগানজেপি ডুমিনিবিপিএল-২০১৯লিড স্পোর্টস