মনপুরায় জোয়ারের পানিতে কোটি টাকার ফসলের ক্ষতি

হারুন উর রশীদ,ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে চার ইউনিয়নের ১০ গ্রামের রবিশস্য। এতে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

মনপুরা উপজেলার হাজিরহাট, মনপুরা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১০ গ্রামে কৃষক আবাদ করেন মুগ, ফেলন, মরিচ, চিনাবাদাম, তিল ও সয়াবিনসহ বিভিন্ন শস্য। কিন্তু বাঁধ না থাকায় চার দফায় জোয়ারের লবণাক্ত পানিতে তলিয়ে গেছে এসব ফসল।

উঠতি ফসলের এই বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষককে আউশ মৌসুমের ফসল আবাদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

মনপুরা উপজেলার চার ইউনিয়নে এ বছর ১০ হাজার নয়শ’ ১১ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়, এর বড় একটি অংশ ক্ষতির মুখে পড়েছে জানিয়েছে কৃষি বিভাগ।

ভোলা