ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হলে সরকারই চিকিৎসা দেবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাকসিন দেওয়ার পর যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় সরকারই তার চিকিৎসার ব্যবস্থা করবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছে সুতরাং যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় সরকারই তার চিকিৎসা দেবে।’

‘‘তাছাড়া ভ্যাকসিন দেবার কেন্দ্র হবে সরকারি বেসরকারি হাসপাতাল। তারা এসব ক্ষেত্রে চিকিৎসা দিতে প্রস্তুত। এই নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’’

তিনি জানান, চুক্তিমতো চলতি মাসের ২৫-২৬ তারিখে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেশে আসবে।

এছাড়া ভারত সরকারও কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে বলেও জানান জাহিদ মালেক।

‘‘রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপহার হিসেবে ওই ভ্যাকসিন আসবে। সেটা যে কোনো সময় বাংলাদেশে আসবে।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনা ও বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেবে সরকার। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিবেচনায় সাংবাদিকেরাও আগে আগেই ভ্যাকসিন পাবেন।’

অনুষ্ঠানে ডিআরইউয়ের সদস্যদের একটি তালিকা স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

এই তালিকার সব সদস্যই ভ্যাকসিন পাবেন বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। 

সেসময় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সদস্যদের পক্ষে মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

করোনা ভাইরাসকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসভ্যাকসিনসেরাম