ভোলায় যে কারণে অসময়ে নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ

ভোলায় তরমুজের ভালো ফলন হলেও টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে অধিকাংশ ক্ষেতের তরমুজ নষ্ট হয়ে গেছে। লক্ষ্য ছাড়িয়ে তরমুজের আবাদ হওয়ায় শুরুতে খুশি থাকলেও ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে যায় তরমুজ।

ভোলায় এ বছর লক্ষমাত্রার চেয়ে অনেক বেশী তরমুজের আবাদ হয়েছে। চলতি মৌসুমে লক্ষমাত্রা ছিল ১০ হাজার পাঁচশ’ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১২ হাজার পাঁচশ’ হেক্টরে। তবে ফসল ঘরে তোলার ১০/১৫ দিন আগে টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে অধিকাংশ অপরিপক্ক তরমুজে পঁচন ধরে নষ্ট হয়ে গেছে।

বৃষ্টির কারণে জেলার প্রায় ৪০ ভাগ ক্ষেতের তরমুজ নষ্ট হয়ে গেছে।  চলতি মৌসুমে প্রায় আড়াই লাখ মেট্রিক টন তরমুজের ফলন কম হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

তরমুজভোলা