ভোলার চরগুলোতে পর্যটনের অপার সম্ভাবনা

দ্বীপজেলা ভোলার চরগুলোতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কষ্ট করে হলেও দুর্গম এসব চরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। নিরাপত্তা, যাতায়াত, থাকার ব্যবস্থা করা গেলে দেশ-বিদেশের পর্যটকে মুখর হয়ে উঠবে এসব এলাকা।

সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি, বালুকাময় সৈকত, ম্যানগ্রোভ বন, পাখির কল-কাকলি এবং হরিণসহ বিভিন্ন বিরল প্রাণী একসঙ্গে দেখার সুযোগ মেলে এসব চরে। যাতায়াত, থাকা এমনকি সুপেয় পানিরও ব্যবস্থা নেই। নিজ উদ্যোগেই সব ব্যবস্থা করতে হয়। তারপরও প্রকৃতির এ অপার সৌন্দর্য দেখতে কষ্ট ও বিড়ম্বনা সহ্য করে আসছেন পর্যটক। ভিড় জমছে ভোলার তুলা-তুলি, কুক্রী-মুক্রী, ঢালচর, মনপুরা ও চরনিজামে।

চরগুলোতে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারের কাছে প্রস্তাবনা দিচ্ছে জেলা প্রশাসন।

পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চরগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করাও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন হারুন উর রশীদের ভিডিও রিপোর্টে

ভোলার চর