ঢাকা-১০: ভোট দিতে পারেননি আওয়ামী লীগের প্রার্থী

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে দীর্ঘক্ষণ চেষ্টা করেও আঙ্গুলের ছাপ না মেলায় নিজের ভোট দিতে পারেননি আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

ঠিকানা পরিবর্তনজনিত জটিলতার কারণে তিনি নিজের ভোট দিতে ব্যর্থ হন।

জানা যায়, শফিউল ইসলাম মহিউদ্দিন রাজধানীর উত্তরার ভোটার ছিলেন। পরে তিনি ঠিকানা পরিবর্তন করে ১০ আসনের ভোটার হয়েছেন বলেই জটিলতা তৈরি হয়েছে।

রাজধানীর কলাবাগান লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে যান তিনি। পরে তিনি বলেন: ভোটাররা নিজেদের নিরাপদ মনে করলে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসনটি শূন্য হয়।

সেই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ।

আওয়ামী লীগপ্রার্থীভোট