মাদকসহ আটক নারীকে ছাড়াতে ম্যাজিস্ট্রেট পরিচয়, ব্যাংকার আটক

শফিউল বারী রাসেল: ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার সময় জয়পুরহাট শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক হওয়া মুন বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে।  ঢাকার উত্তরা ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র অফিসার রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন একজন মাদকাসক্ত ব্যাক্তি।

গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ আটক এক নারীকে ছাড়িয়ে নিতে ওই ব্যাংক কর্মকর্তা নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

আটকজয়পুরহাটপুলিশপ্রতারণাব্যাংক কর্মকর্তা