ভুয়া বিডের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত

ঘোষণা অনুযায়ী নিলামে উঠেছিল মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট। অনলাইন বিডিংয়ে ব্যাটটির মূল্য ছাড়িয়ে যায় প্রত্যাশাকেও। সোমবার সকাল পর্যন্ত দাম ওঠে ৪১ লাখ। পরে খোঁজ নিয়ে জানা যায়, যারা বিড করছেন তাদের অনেকেই সত্যিকার অর্থে ক্রেতা নন।

যে কারণে নিলাম আয়োজক কোম্পানি পড়ে গেছে বিপাকে। কে আসল বিডার, কে নকল বিডার- সেটি বুঝতে হিমশিম খাচ্ছে তারা। ফলে নিলাম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

করোনাভাইরাস দুর্গতদের সাহায্য করতে ইতিহাসগড়া ব্যাটটি উৎসর্গ করেছেন মুশফিক। নিলামে ব্যাট বিক্রি করে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সে লক্ষ্যে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ শনিবার রাতে নিলামে তোলে মুশফিকের ব্যাট।

তাদের পক্ষ থেকে ইংরেজি দৈনিক নিউএজ’কে জানানো হয় কিছু ভুয়া বিডার ব্যাটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তাতে আগ্রহ হারাচ্ছেন আসল বিডাররা। যেজন্য সাময়িক বন্ধ নিলাম কার্যক্রম।

যাচাই-বাছাইয়ের পর নিলাম প্রক্রিয়া আবারও শুরু হবে বলে জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। ১৪মে রাত দশটা পর্যন্ত চলবে মুশফিকের ব্যাটের নিলাম। ২০১৩ সালে বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি এই ব্যাট দিয়েই করেছিলেন মুশফিক।

নিলামবাংলাদেশ ক্রিকেটব্যাটমুশফিকলিড স্পোর্টস