‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন স্থগিত

সারা দেশে শনিবার হতে যাওয়া ‘ভিটামিন এ প্লাস’ক্যাম্পেইন স্থগিত করার পর বিষয়টি পর্যালোচনায় সাত সদস্যের কমিটি করেছে সরকার।

জাতীয় পুষ্টি সেবার কর্মসূচি ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এরইমধ্যে মাঠ পর্যায়ে পাঠানো সকল ক্যাপসুল তুলে এনে নতুন ক্যাপসুল পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। ক্যাম্পেইনের নতুন তারিখ দ্রুত জানানো হবে বলেও জানান তিনি।

সাধারণত এপ্রিল এবং অক্টোবর বছরে এ দুই রাউন্ডে দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়ে থাকে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ফলে শুধু রাতকানা রোগ নয়, শিশু মৃত্যুর হারও কমে। ল্যান্সসেট এর মতো বিশ্বখ্যাত র্জানালে বলা হয়, একটি রাউন্ডে ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশু মৃত্যুরহার ২৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে।

গত বছর ১৪ জুন প্রথম রাউন্ডের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়েছিলো। ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা পেছানো হয়। পরে চলতি বছরের ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে সরকার।

ভারতীয় কোম্পানি‘ সফটি সিউল’এবার প্রথমবারের ভিটামিন‘এ’র ক্রয় প্রক্রিয়ার অংশ নিয়ে সরবহারের দায়িত্ব পায়। তবে দেশি কোম্পানি রেনেটা ক্রয় প্রক্রিয়া নিয়ে সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট-সিপিটি ইউয়ে অভিযোগ করে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।