ভাস্কর মৃণাল হক আর নেই

প্রখ্যাত ভাস্কর মৃণাল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্ম নেয়া এই শিল্পীর বয়স হয়েছিলো ৬২ বছর।

তার ছেলে সৈকত হক জানিয়েছেন, করোনাভাইরাসে নয় ডায়াবেটিকসে মৃত্যু হয়েছে তার। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মৃণাল হক। সেজন্য চিকিৎসাও নিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

শনিবার বাদ আছর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্য, রাজধানীর পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’, ইস্কাটনে ‘কোতোয়াল’, সাতরাস্তায় ‘ময়ূর’, মতিঝিলের ‘বক’, নৌ সদর দফতরের সামনে ‘অতলান্তিকে বসতি’, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’, হোটেল শেরাটনের সামনে ‘রাজসিক’ রাজারবাগ পুলিশ লাইনের ‘দুর্জয়’ ইত্যাদি।

সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের অনুকরণে নির্মিত ভাস্কর্যটির জন্য একটি গোষ্ঠীর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মৃণাল হক। পরে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে পেছনের দিকে সরিয়ে নেয়া হয়।

পৃথিবীর বেশির ভাগ দেশের আদালতে চোখ বাঁধা, একহাতে নিক্তি এবং আরেক হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা থেমিসের প্রতীক রাখা হয় ন্যায়বিচার প্রকাশে।

ভাস্করমৃণাল হকমৃত্যু