ভালোবাসার রঙে রঙিন দিন

প্রেম-ভালোবাসার গন্ডি বছরের একটি দিনে সীমাবদ্ধ নয়। তবু ‘ভালোবাসা’কে ভালোবেসে বিশ্বব্যাপী প্রেমিক-প্রেমিকারা পালন করছেন একটি দিন। আজ সেই বিশ্ব ভালোবাসা দিবস।

২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার জন্য সেন্ট ভ্যলেন্টাইনের মৃত্যু স্মরণে, ৪৯৬ খ্রিস্টাব্দে রোমের রাজা দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ ঘোষণা করেন।

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও আজ ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠবে। কেউ কেউ প্রিয় মানুষটিকে শোনাবেন ভালো লাগার কথা। ভালোবাসা প্রকাশ পাবে চকোলেট, কার্ড, ফুল কিংবা শুভেচ্ছাবার্তায়।

বিশ্ব ভালোবাসা দিবসভালোবাসা দিবস