ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

গুজরাটের কুচে ভারতের বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন উড়োজাহাজটির পাইলট।

ভারত বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানটি গবাদি পশু বিচরণকারী মাঠে আছড়ে পড়ে। সেসময় সেখানে থাকা পশুগুলোও নিহত হয়।

খবর বলছে উড়োজাহাজটি জামনগর থেকে উড্ডয়ন করে এবং একটি গ্রামের পাশে গিয়ে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি চালাচ্ছিলো এয়ার কমোডর সঞ্জয় চৌহান। নিয়মিত ট্রেনিং মিশনের অংশ ছিলো এই মহড়া। প্রতিরক্ষার মুখপাত্র জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ কুচের মুন্দ্রার একটি গ্রামের শুকনো মাঠে ছড়িয়ে পড়ে। আহমেদাবাদ থেকে যেটা ৩৪০ কিলোমিটার পশ্চিমে।

কয়েক মাস আগে ভারত বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আসামের মাজুলি দ্বীপে আছড়ে পড়ে। সেখানেও দুজন পাইলট নিহত হয়, উইং কমান্ডার জে জেমস এবং উইং কমান্ডার ডি ভাটস।

প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কলোনেল মনীষ ওঝা জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে জামনগর থেকে নিয়মিত ট্রেনিং মিশনের অংশ হিসেবে ওড়ার সময় একটি জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করার আদেশ দিয়েছেন উড়োজাহাজ হেডকোয়ার্টার। জাগুয়ার জেট হলো দুই ইঞ্জিনের স্থলভাগে আক্রমণকারী এয়ারক্রাফট যেটা বোমাবর্ষণ শুরুর দিকে শত্রু লাইনের গভীরে প্রবেশ করতে পারে।

যুদ্ধবিমান