ভারতে ‘বাহুবলী’র রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ‘অ্যাভেঞ্জার্স’

মুক্তির আগের দিনেই ভারতে বিক্রি হয়েছে ১০ লাখ টিকেট!

বিশ্বব্যাপী চলছে মার্বেল স্টুডিওর সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ঝড়! বাংলাদেশেও সেই ঝড় কিছুটা আছড়ে পড়েছে। তার নমুনা দেখা গেছে গত দুদিন ধরে। তবে পাশের দেশ ভারতে অ্যাভেঞ্জার্সের দাপট দেখার মতো! অনেকে অ্যাভেঞ্জার্স নিয়ে মানুষের উন্মাদনা দেখে বলছেন, ভারতের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বাহুবলী’র রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ছবিটি!

সত্যি কি তাই? তা নিশ্চিত হতে ভারতের সংবাদ মাধ্যমে একটু চোখ বোলালেই আন্দাজ করা যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, সারা বিশ্বের মতো ভারতীয় দর্শকদের মধ্যেও তুলকালাম ফেলে দিয়েছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ছবিটি নিয়ে ভারতীয়রা এতোটায় উন্মুখ হয়েছিলো যে, মুক্তির আগের দিনই বিক্রি হয়েছে ১০ লাখ টিকেট! যা এর আগে কেবল ‘বাহুবলী’র ক্ষেত্রেই দেখা গেছে।

মুক্তির আগের দিনই ভারতে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিটির ১০ লাখ টিকেট বিক্রি হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করেছে অনলাইন মাধ্যম বুক মাই শো। এছাড়াও সরাসরি হল থেকেও অসংখ্য টিকেট অগ্রীম বিক্রি হয়েছে।

এদিকে শুক্রবার ছবিটি মুক্তির পর ভারতের সবগুলো সিনেপ্লেক্স ছিলো কানায় কানায় পূর্ণ। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, আগামি কয়েকদিনের অগ্রীম টিকেট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। এমন চিত্র শুধু ভারতীয়দের মধ্যে দেখা গেছে ‘বাহুবলী’ ছবিটির ক্ষেত্রেই।

ছবিটি নিয়ে মানুষের এমন উন্মাদনায় বক্স অফিসের হিসেব নিকেষও শুরু করেছেন ট্রেড অ্যানালিস্টরা। তাদের মতে, বক্স অফিসেও বাহুবলীর আয়কে ছাড়িয়ে যেতে পারে মার্বেল স্টুডিওর এই ছবিটি।

ছবিটি নিয়ে মানুষের এতো আগ্রহ কেনো? কারণ এই ছবিতে দেখা যাবে সব সুপারহিরোকেই। আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী কে নেই এই সিনেমায়! এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরোদের একসাথে কখনো দেখা যায়নি।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন- দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন।

আয়রনম্যানক্যাপ্টেন আমেরিকাডক্টর স্ট্রেঞ্জথরব্যাক উইডোব্ল্যাক প্যান্থারভারতলিড বিনোদনস্পাইডার-ম্যানহাল্ক