ভারতের সাথে চুক্তিগুলো প্রকাশ করুন: এমাজউদ্দিন

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো জাতীয় সংসদের মাধ্যমে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রতিবছর এক হাজার মানুষ মারা গেলেও মোদির সফরের সময় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে একটি কথাও আলোচনা হয়নি।

তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায়ও হতাশা প্রকাশ করেন প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী।