ভারতের ইনিংস ঘোষণার পর সেই ‘নড়বড়ে’ বাংলাদেশ

দ্বিতীয় দিনের রানেই ইনিংস ঘোষণা করেছে ভারত। শনিবার প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতেই সাড়ে তিনশর কাছে রান চাই টাইগারদের, চলছে তৃতীয় দিনের খেলা।

বাংলাদেশ-১৫০ ও ৫৮/৪ (২০.২), ভারত-৪৩৯/৬(ইনিংস ঘোষণা)

ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দিনে ব্যাটিংয়ে নামা ভারত শুক্রবার দ্বিতীয় দিন শেষ করে ৬ উইকেটে ৪৯৩ রান তুলে। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে না নেমে বাংলাদেশকে ক্রিজে পাঠান কোহলি।

ব্যাটিংয়ে এসে সাদমান ইসলাম ও ইমরুল কায়েস জুটি ওভার পাঁচেক নিরাপদে কাটিয়ে দেন। এরপরই পতন ইমরুলের। প্রথম ইনিংসে ব্যর্থ বাঁহাতি ওপেনার করেছিলেন ৬ রান, দ্বিতীয় ইনিংসেও ঠিক একই রানে ফিরেছেন। আগের ইনিংসে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়েছেন, এবার বোলার একই তবে হয়েছেন বোল্ড।

আরেক ওপেনার সাদমানও ফিরেছেন ঠিক ৬ রানে। আগের ইনিংসে তার নামে পাশে ৬ রানই। বোলারও একই। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন প্রথম ইনিংসে, এবার বোল্ড।

অধিনায়ক মুমিনুল হক কিছুক্ষণ ছিলেন, তবে ইনিংস টানতে পারেননি। এলবিডব্লিউ হয়েছেন ৭ রান করে। রিভিউ নিয়ে তাকে ফেরান মোহাম্মদ সামি।

মোহাম্মদ মিঠুনও ইনিংস বড় করতে পারেননি। ৪ চারে ২৫ বলে ১৮ পর্যন্ত গিয়েছিলেন। এরপরই সামিকে পুল খেলতে যেয়ে বাজে শটে ক্যাচ দেন। প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছিল ১৩, এলবি হয়েছিলেন সামির বলেই।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ইনিংস গড়ার লড়াই চালাচ্ছেন।

বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস