ভারতের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে

সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মেডিকেল অক্সিজেনের যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে তা মেটাতে লিন্ডে বাংলাদেশ ভারত থেকে রেলপথে ২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানি করেছে।

এই ধরণের বিশেষ উদ্যোগ এটিই সর্বপ্রথম। ১০টি আইএসও ট্যাংকার নিয়ে অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের জামশেদপুর থেকে যাত্রা শুরু করে এবং বেনাপোল হয়ে শনিবার রাতে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

লিন্ডে বাংলাদেশের মুখপাত্র সাইকা মাজেদ বলেন, ‘লিন্ডে ইন্ডিয়া অক্সিজেন এক্সপ্রেস উদ্যোগটি নিয়ে ভারত সরকারের সাথে কাজ করে আসছিল। আর বাংলাদেশে ক্রমবর্ধমান অক্সিজেন সংকটের জন্য এটি গ্রহণ করতে পেরে আমরাও আনন্দিত। আমদানিকৃত মেডিকেল অক্সিজেন ভারতে অবস্থিত লিন্ডে ইন্ডিয়ার প্ল্যান্টস থেকে সংগ্রহ করা হয়েছে এবং সারাদেশে অবস্থিত কোভিড-১৯ চিকিৎসায় নিবেদিত হাসপাতালগুলোয় এটি বিতরণ করা হবে।’

দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে লিন্ডে ইন্ডিয়া, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের সক্রিয় সহায়তায় ভারত থেকে রেলপথে মেডিকেল অক্সিজেন আমদানি অব্যাহত রাখতে চায় লিন্ডে বাংলাদেশ। এই সপ্তাহের শুরুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা মেডিকেল অক্সিজেন বুথসহ বর্তমান কোভিড-১৯ সংকট মোকাবেলায় লিন্ডে বাংলাদেশ-এর নেয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এটি একটি।

এরআগে, শনিবার সকালে ভারতের তথ্য অধিদপ্তর জানায়, ভারত রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস যোগে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন ঢাকার পথে রওনা হয়েছে। ভারতের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিকেল অক্সিজেন বাংলাদেশে আসছে।

ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়।

অক্সিজেন এক্সপ্রেসভারতের অক্সিজেন এক্সপ্রেস