ভারতীয় গরু আসায় সংকটে দুই শতাধিক খামারি

লালমনিরহাটে গরু খামারিরা পড়েছেন সংকটে। গো খাদ্যের দাম বেড়ে যাওয়া ও সীমান্ত পেরিয়ে ভারতীয় গরু আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

কর্মসংস্থানের পথ হিসেবে লাভজনক হওয়ায় গত কয়েক বছরে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে তিন শতাধিক খামার। ব্যাংক ঋণসহ ধার দেনা করেও খামার করেছেন অনেকে। কিন্তু নানা সমস্যায় পড়ে অনেক খামার এখন বন্ধের উপক্রম।

লোকসানের পর লোকসান গুণে খামার বন্ধ করে দেয়ায় বেকার হয়ে পড়েছেন খামারি ও শ্রমিক। সীমান্ত পথে গরু আসা বন্ধ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে জানিয়েছে প্রাণি সম্পদ অধিদপ্তর।

এছাড়া প্রতিদিনই কমছে গরুর দাম। ডেইরি ফিডের মূল্য বৃদ্ধি ও ভারতীয় গরুর আগ্রাসনে পুঁজি হারাতে বসেছেন এখানকার খামারিরা। দ্রুত পৃষ্ঠপোষকতা না পেলে বন্ধ হয়ে যাবে লালমনিরহাটের দুই শতাধিক গরুর খামার।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

গরু খামারিভারতীয় গরু