ভাদ্রমাসের বৃষ্টি অব্যাহত থাকবে আরও কিছুদিন

ঢাকায় প্রায় সারাদিন বৃষ্টি হলেও ঢাকার বাইরে বৃষ্টির পরিমাণ আরো বেশি। এমন বৃষ্টি আরো কিছুদিন চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝখানে একদিন বৃষ্টি খানিকটা কমলেও শেষ হবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস বলছে এমন বৃষ্টি চলমান থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

এমন বৃষ্টিপাত আরো কিছুদিন চলবে জানিয়ে তিনি বলেন, মঝেখানে ২৪ তারিখ বৃষ্টিপাত খানিকটা কমলেও শেষ হয়ে যাবে না। এখন যেমন সারাদিন হচ্ছে তখন হয়তো থেমে থেমে বৃষ্টিপাত হবে তবে থাকবে। পরে আবার বৃষ্টি শুরু হয়ে তা অব্যাহত থাকবে আগামী ২৭-২৮ তারিখ পর্যন্ত। দেশের দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে।

আরিফ হোসেন জানান, দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে, ৮৮ মিলিমিটার। সাতক্ষীরায় বৃষ্টিপাতের মাত্রা ৮৪ মিলিমিটার আর ঢাকায় ২৩ মিলিমিটার।

আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরনদী বন্দরপরিবেশবৃষ্টিসমুদ্র বন্দর