‘বড় স্বপ্ন’ নিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টাইগার যুবারা নামছে শনিবার

স্বাগতিক সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের ব্যাট-বলের লড়াইয়ে শুক্রবার পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০’র। নিজেদের সেরা প্রস্তুতি ও অন্যতম শক্তিশালী দল সাজিয়ে বড় আশা নিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে নামবে দ্বিতীয়দিনে। টাইগার যুবাদের চোখ শিরোপায়।

পচেফস্ট্রুমে শনিবার আসরের দ্বিতীয়দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ময়দানী লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সবশেষ ১৯৯৮ সালে প্রোটিয়াদের ঘরে বসেছিল যুব বিশ্বকাপের আসর। সেই আসর দিয়ে বিশ্বমঞ্চের এ টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার নকআউট পর্বে ওঠা হয়নি। তখনকার যুবক গেইল-সারওয়ানদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্লেট পর্বের শিরোপা জিতে ফিরেছিল টাইগাররা।

সেই সাউথ আফ্রিকায় এবার নিজেদের সেরা পরফরম্যান্স করার তাগিদ। দুবছর অন্তর মাঠে গড়ায় যুব ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৮ সালের ওই আসর থেকে নিয়মিত বিশ্বকাপে খেলে আসছে বাংলাদেশ। দুবছর ধরে চলে যুবাদের প্রস্তুতি। এবার আকবর-হৃদয়দের প্রস্তুতিটা হয়েছে নজড়কাড়া।

যুব বিশ্বকাপের ইতিহাসে দুবছর মেয়াদের মাঝখানে যেখানে বাংলাদেশের আগের কোনো দলের পঞ্চাশ ম্যাচ খেলার সুযোগ হয়নি, সেখানে টাইগারদের বর্তমান দলটি গত দুবছরে খেলেছে ৬০ ম্যাচ। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে সফল হয়েছে দাপুটে পারফরম্যান্সে।

সপ্তাহখানেক আগে সাউথ আফ্রিকায় যাওয়া বাংলাদেশ দল ঘাঁটি গেড়েছে পচেফস্ট্রুমে। সেখানেই সেরেছে প্রস্তুতি ক্যাম্পপর্ব। দুটি আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার পর টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নামে যুবারা। দারুণ লড়ে করে টাই। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

সবশেষ ব্যাটিং বিপর্যয় ছাড়া গত কয়েকমাস বল-ব্যাটে ভালো সময়ই কেটেছে বাংলাদেশের। সামর্থ্যের প্রয়োগে এসেছে টানা সাফল্য। বিশ্বমঞ্চে সেটিই দেখাতে চায় লাল-সবুজের তারকারা। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ পর্যন্ত আগানো সম্ভব, এমন আত্মবিশ্বাস ছড়িয়েছে দলে।

যুব অধিনায়ক আকবর আলি দেশ ছাড়ার আগে সেটি বলেও গেছেন, ‘আমরা বিশ্বাস করি ভালো কিছু নিয়ে ফিরতে পারব। দলটা ফাইনালেও যেতে পারে বলে বিশ্বাস করি আমরা। আশা করি, আমরা খুব ভালো কিছুই করতে পারব।’

দুবছরে ৬০ ওয়ানডে। কম সময়ে এতবেশি ম্যাচ। ভরপুর অভিজ্ঞতা, পর্যাপ্ত ম্যাচ অনুশীলন আর আত্মবিশ্বাস সঙ্গী। নিজেদের সামর্থ্যের প্রতি অগাধ আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে রূপান্তর করতে পারলেই বাজিমাত হবে। আকবররা সেটা ভালোভাবেই জানেন।

‘আমাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগই ভালো অবস্থানে আছে। সবাই খুব প্রতিভাবান। নির্দিষ্ট কারো কথা বলতে পারব না। আমরা যদি সামর্থ্য অনুযায়ী, দল হয়ে খেলতে পারি, টুর্নামেন্টের শেষের দিকে যাওয়া সম্ভব।’

আদর্শ প্রস্তুতি ও সম্ভাবনাময় একঝাঁক ক্রিকেটারের উপস্থিতি, এবারের বিশ্বকাপে বাংলাদেশকে দেখাচ্ছে বড় স্বপ্ন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের সেরা সাফল্য সেমিতে খেলা। দেশের মাটিতে ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা উইন্ডিজের বিপক্ষে না হারলে সেবারই পূরণ হয়ে যেত ফাইনালের স্বপ্ন। যুবাদের দেশের বাইরে সেরা সাফল্য নিউজিল্যান্ডে, ২০১৮ বিশ্বকাপে সাইফ-আফিফরা কোয়ার্টারে খেলেছেন।

এবারের আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। শনিবার, টুর্নামেন্টের দ্বিতীয়দিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে আকবর-হৃদয়দের।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশের পরের ম্যাচ ২১ জানুয়ারি, বাছাই পেরিয়ে আসা স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তিনটি ম্যাচই পচেফস্ট্রুমে।

শুক্রবার ১৭ জানুয়ারি পর্দা উঠেছে চলতি বিশ্বকাপের। টুর্নামেন্ট চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চার গ্রুপের খেলা শেষে ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল। ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ আসরের শিরোপার ফয়সালা।

এক নজরে কে কোন গ্রুপে: গ্রুপ ‘এ’তে আছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। গ্রুপ ‘বি’তে লড়বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং নাইজেরিয়া। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, জিম্বাবুয়ে আর স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’তে স্বাগতিক সাউথ আফ্রিকার লড়াই আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার বিপক্ষে।

বাংলাদেশ যুব দল: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

বাংলাদেশ-জিম্বাবুয়েবাংলাদেশ-পাকিস্তানযুবা বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস