ব্রিজের অভাবে চরম দুর্ভোগে সিরাজগঞ্জের ৬০ গ্রামের মানুষ

একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৫টি ইউনিয়নের ৬০ গ্রামের মানুষ। ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে। রোগী বা কৃষিপণ্য পরিবহনেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

অন্যদিকে শুষ্ক মৌসুমে উপজেলা সদরে পৌঁছাতে ঘুরে যেতে হয় ৭ কিলোমিটার পথ।

চলনবিল অধ্যুষিত লাহিরী মোহনপুর ইউনিয়নের ত্রিমোহনী ঘাট দিয়ে চলাচল করে আশেপাশের ৫টি ইউনিয়নের মানুষ। বর্ষায় এই এলাকার একমাত্র বাহন নৌকা। কেবল একটি ব্রিজের অভাবে চরম ভোগান্তি ও ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে স্কুল শিক্ষার্থীদের।

এ অবস্থায় সবচেয়ে বিপাকে এলাকার কৃষক, বিশেষ করে শুস্ক মৌসুমে উপজেলা সদরের হাট- বাজারগুলোতে কৃষিপণ্য পৌঁছাতে ঘুরে যেতে হচ্ছে অনেকটা পথ। এ কাজে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। রোগী পরিবহণে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ব্রিজ নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

বৃহত্তর এই জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।

দুর্ভোগব্রিজসিরাজগঞ্জসেমি লিড