ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী ট্রেনের সহকারী চালককে মারধর

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক আলী হোসেন গুরুতর আহত হয়েছেন। আহত সহকারী চালককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ৩ ঘণ্টা ধরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে থাকে। এরপর বদলি চালকের মাধ্যমে ট্রেনটি গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলষ্টেশনে যাত্রা বিরতির সময় ট্রেনে উঠা নিয়ে সহকারী চালকের সাথে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। পরে এ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রবিরতি করলে দুর্বৃত্তরা মোঃ আলী হোসেনকে বেদম প্রহার করে।

স্থানীয়রা তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার পর থেকে সিলেটগামী ওই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসেমি লিড