ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার সাজার মেয়াদ বাড়লো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সাজার মেয়াদ আরো বাড়িয়েছে দেশটির একটি আদালত।

দুর্নীতির দায়ে আগের ১২ বছরের সাজার সাথে নতুন করে  আরও ১২ বছর ১১ মাসের সাজা দেওয়া হয় তাকে।

একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে ব্যক্তিগত সংস্কার কাজের অর্থ নেওয়ার এক দুর্নীতির অভিযোগে এর আগে দোষী সাব্যস্ত হন তিনি।

নতুন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন লুলার আইনজীবী।

ব্রাজিলের সাবেক এ শ্রমিক নেতা ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।

তবে নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ৭৩ বছর বয়সী লুলা।

লুলার দাবি, তিনি যাতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারেন, সেজন্য রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে এমন মনগড়া অভিযোগ আনা হয়।

ব্রাজিলের ফেডারেল কোর্টের বিচারপতি গ্যাব্রিয়েলা হার্ত জানান, নির্মাণ প্রতিষ্ঠান ওএস একটি ফার্ম হাউসের সৌন্দর্য বর্ধনের কাজ করে। যেখানে বহুবার লুলাকে যাতায়াত করতে দেখা গেছে।

বিচারপতি আরো জানান, ওই ফার্ম হাউসটি লুলার নয়, তার বন্ধু ফার্নান্দো বিটারের।

গত সপ্তাহে লুলার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার অনুমতি পাননি লুলা।

দুর্নীতিব্রাজিললুলা