ব্যবহারকারীর তথ্য ব্যবহার করায় টুইটারের দুঃখ প্রকাশ

নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবহারকারীর দেয়া ইমেইল ও ফোন নাম্বার বিজ্ঞাপন দেখার ক্ষেত্রে ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছে টুইটার।

একে ‘অসাবধানতাবশত’ ভুল বলে এক বিবৃতিতে জানিয়েছে টুইটার।

বিবৃতিতে টুইটার জানায়: তৃতীয় পক্ষের বাজারজাতকারীরা ব্যবহারকারীর যোগাযোগের বিস্তারিত তথ্যের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারে, এমনকি ব্যবহারকারীদের ইচ্ছে না থাকলেও।

কতজন ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হয়েছে সেই সংখ্যা জানায়নি টুইটার। কিন্তু বিবিসি বলছে: এর প্রভাব বিশ্বব্যাপী ব্যবহারকারীর ওপর পড়েছে। এমনকি এই বিষয়ে টুইটার সক্রিয়ভাবে ব্যবহারকারীদের অবগতও করেনি।

কতদিন ধরে এটি করা হচ্ছে বিবৃতিতে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি টুইটার। তবে ব্যবহারকারীর সমস্যা সম্পর্কে গত ১৭ সেপ্টেম্বর তারা জানতে পেরেছে বলে দাবি করেছে।

টুইটার জানায়: নিরাপত্তা দেয়ার জন্য ব্যবহারকারীর সরবরাহ করা ইমেইল ও ফোন নাম্বার বিজ্ঞাপনের জন্য তারা এখন আর ব্যবহার করছে না।

টুইটারবিজ্ঞাপন