ব্যথা কমলে ব্যাট করবেন লিটন

বলের আঘাতে গোড়ালিতে চোট পাওয়া লিটন দাসকে নিয়ে ভয়ের কিছু নেই! এক্স-রে রিপোর্ট বলছে, গোড়ালিতে চিড় নেই। ব্যথা কমে এলে আবারও ব্যাটিংয়ে নামতে পারবেন এ ওপেনার।

চিকিৎসকদের বরাত দিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, এক্স-রে করিয়ে লিটন ড্রেসিংরুমে ফিরে এসেছে। কোনো ফ্র্যাকচার(চিড়) নেই। আশা করা হচ্ছে ব্যাটিংয়ে নামতে পারবেন, যদি ব্যথা কমে আসে।

কাভারের ফিল্ডারের উপর দিয়ে দুর্দান্ত একটি বাউন্ডারি মারার এক বল পরই চোট নিয়ে মাঠ ছাড়েন লিটন। ওশান টমাসের ছোঁড়া দ্রুতগতির ইয়র্কার লিটনের পেছনের পায়ের গোড়ালিতে আঘাত হানে। ৫ রান করা এ ওপেনার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই।

লিটনকে স্ট্রেচারে করে নেয়া হয় মাঠের বাইরে। পরে গোড়ালিতে স্ক্যান করাতে নেয়া হয় শের-ই-বাংলা স্টেডিয়ামের অদূরে ডিজিল্যাব মেডিকেলে।

লিটন