বৈরি আবহাওয়ায় ঝরে পড়ছে আম

বৈরি আবহাওয়ায় এবার চাঁপাইনবাবগঞ্জে আমের ফলন বিপর্যয়ের আশংকা করছেন কৃষক। প্রচন্ড গরম ও দাবদাহে অনেক গাছের আম ঝরে পড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জে এ বছর আমবাগান রয়েছে ২৪ হাজার চারশ’ ৭০ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু’ লাখ ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু টানা একমাসের প্রচন্ড খরা ও দাবদাহে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন কৃষক ও বাগান মালিক।

আম চাষীরা জানান, গত একমাস যাবৎ পানি না থাকায় আম ঝরে পড়ছে। নিজেরা পানি দিলেও তাতে কাজ হচ্ছে না। আম পড়তেই আছে।

বাগান রক্ষায় গাছের গোড়ায় সেচ ও সকাল বিকেল পানি স্প্রে করার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান বলেন, সন্ধ্যার আগে আগে যদি গাছের গোড়ায় ভারি সেচ দেয় তাহলে হয়তো আম ঝরে পড়া কিছুটা কমবে।

আমআম চাষচাপাইনবাবগঞ্জ