বেয়ার কোম্পানি সমঝোতার মাধ্যমে ১০.৯ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত

জার্মান ওষুধ কোম্পানি “Bayer” তাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি ‘Mosanta’ এর খুব জনপ্রিয় প্রোডাক্ট – রাউন্ড আপ(Round Up) এক ধরণের কেমিক্যাল যা আগাছা মেরে ফেলতে সাহায্য করে l এর একটি উপাদান গ্লাইফোসেট, ১৯৭০ সাল থেকে সারা পৃথিবীর বাজারে চালু আছে l

বলা হচ্ছে গ্লাইফোসেট সমৃদ্ধ এই কেমিক্যাল থেকে ক্যান্সার এর উৎপত্তি হয়েছে l এই প্রোডাক্ট এর একটি উপাদান গ্লাইফোসেট কে ক্যান্সার এর জন্য দায়ী বলা হচ্ছে l

যদিও এটা এখনো প্রমাণিত হয়নি – কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করেই চলেছে দেশের সমস্ত আইন কানুন মেনেই l আমেরিকান এনভায়রনমেন্টাল এজেন্সি (US -EPA- Environmental Protection Agency) খুব স্পষ্ট করেই বলেছে – এই প্রোডাক্ট এর গায়ে লেখা গাইড লাইন মেনে ব্যবহার করলে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই l
প্রকৌশলী আব্দুল্লা রফিক, ক্যালগেরী, কানাডা
ফরাসি এক গবেষণা প্রতিষ্ঠান, যা বিশ্ব স্বাস্থ সংস্থার (WHO- world health organization) সঙ্গে জড়িত ,২০১৫ সালে প্রথম বলে – গ্লাইফোসেট হয়তোবা ক্যান্সার অনুঘটক হতে পারে l
যদিও মজানটা ( Bayer ) খুব কড়াভাবে এর প্রতিবাদ করেছে l
প্রায় এক লাখের উপর কমপ্লেইন থেকে হওয়া ল সুট পর সমঝোতার মাধ্যমে এই ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে l সর্বমোট ১০.৯ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে ৯.৬ বিলিয়ন বর্তমানে দেয়া হবে এবং ১.২৫ বিলিয়ন রেখে দেয়া হবে ভবিষতে সম্ভাব্য ক্ষতিগ্রস্থ্য পক্ষের জন্য l
এটা একটি প্রচলিত কোর্ট এর বাইরের সমঝোতা – বাস্তবায়নের জন্য কোর্টের অনুমোদন লাগবে l
পৃথিবীর ১৬০ টি দেশে প্রচলিত এই প্রোডাক্ট খুব জনপ্রিয় এবং এই কোম্পানিটিও তাদের খ্যাতির জন্য পৃথিবী বিখ্যাত l
প্রশ্ন হচ্ছে কোম্পানি কেন এই সমঝোতায় গেলো ?
কারণ কোম্পানিটির সি ই ও ‘র মতে – বছরের পর বছর ধরে মামলা চলবে, দেশের পর দেশে মামলা হতে থাকবে! তাতে কোম্পানির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত খ্যাতি ক্ষতিগ্রস্থ হওয়ার সমূহ সম্ভাবনা আছে , তাছাড়া সম্ভাব্য ব্যবসা ক্ষতিজনিত কারণে যে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে তার চাইতে এই সমঝোতা একটি ভালো উপায় l
রাজনীতির খেলা সর্ব ক্ষেত্রেই প্রচলিত ll
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)
ওষুধ কোম্পানিক্ষতিপূরণ