বৃষ্টি দিয়ে আইসিসিকে ধুয়ে দেয়া চলছেই

বিশ্বকাপের মাত্র ১৮তম ম্যাচ। এরমধ্যেই ৪টিতে হানা দিয়ে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ডের বৈরী বৃষ্টি। তিন ম্যাচে আবার টসই হয়নি। যার সর্বশেষ সংযোজন নটিংহ্যামের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

বিশ্বকাপে সবচেয়ে বেশি সমর্থকের ঢল থাকে ভারতের ম্যাচে! নিউজিল্যান্ডের বিপক্ষেও অনেক ঝামেলা সইয়ে নটিংহ্যামে খেলা দেখতে এসেছিলেন দর্শকেরা। এসেই পড়েন বৃষ্টির কবলে। অনেকেই ভিজেছেন, বদলে টসটা পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। স্বাভাবিকভাবেই তাদের সব রাগ-ক্ষোভ জমা হয়েছে আইসিসির উপর।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কেবল মাঠের দর্শকরাই নন, বৃষ্টির কারণে খেলা দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন শত কোটি ভারতীয় দর্শক। টুইটারে একাধিক ট্রল করে বর্ষা মৌসুমে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করায় একহাত নিয়েছেন আইসিসিকে।

অভিলাষ নামের এক ভারতীয় ট্রল করে লিখেছেন, ‘টস হচ্ছে দেখুন’ সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে এক হাঁটু পানিতে টস করছেন ভারত অধিনায়ক কোহলি ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

কৃষ্ণা কৃষ নামের আরেক ভারতীয় দিয়েছেন অভিনব বুদ্ধি, ‘ওয়াটার পোলোর মতো ওয়াটার ক্রিকেটেরও আয়োজন করা হোক।’

অভিনব ত্রিপাঠি কৌতুক করে লিখেছেন, ‘নিউজিল্যান্ড টস জিতেছে এবং প্রথমে সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়েছে।’

আইসিসিবিশ্বকাপ-২০১৯