বুয়েটে ১৮ মার্চ থেকে আবাসিক হল বন্ধ

করোনা আতঙ্ক

করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)। 

এছাড়া ১৮ মার্চ বিকেল ৫টার পর থেকে বুয়েটের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। সবাইকে ওই সময়ের মধ্যে বাড়ি বা আত্মীয়-স্বজনের বাসায় চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এর আগে সোমাবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের বাসায় থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ মানে বাইরে ঘুরে বেড়ানো যাবে না। শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে। আর অভিভাবকদের তা নিশ্চিত করতে হবে।’

‘‘বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থায় আছে, তাতে শিক্ষার্থীদের বাসায় রেখে সতর্কতামূলক যা কিছু প্রয়োজন তা করতে হবে।’’

করোনার উপসর্গ দেখা দিলে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘এটি সবাইকে মেনে চলতে হবে। এবং কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত কারো সাথে দেখা করা যাবে না। ও বাইরে বের হওয়াও যাবে না।’

প্রয়োজনে রমজানের ছুটি ও গ্রীষ্মের ছুটির সাথে এই ছুটি সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

করোনা ভাইরাসবুয়েট