বুড়িগঙ্গায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, উদ্ধার হচ্ছে লাশের পর লাশ

বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জের লালকুঠি ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আরেকটি লঞ্চের ধাক্কায় একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখন পর্যন্ত ৩ শিশু ৬ নারীসহ ৩০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানিয়েছেন, বেশিরভাগ যাত্রী সাঁতরে পারে ওঠেন। তবে কত যাত্রী নিখোঁজ তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ূরী নামে আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড।

সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল ও কোস্টগার্ড। লঞ্চটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ডাকা হয়েছে।

নিহতবুড়িগঙ্গালঞ্চডুবি