বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চের অল্প অংশ টেনে তুলেছে বিআইডব্লিউটিএ’র টাগ বোট দুরন্ত। লঞ্চের ভেতরে আরও কোনো মরদেহ আছে কিনা, তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানিয়েছে, বিআইডব্লিউটিএর এয়ার লিফটিং ব্যাগ এবং টাগ বোট দুরন্তর সহায়তায় বিকল্প ব্যবস্থায় নিমজ্জিত লঞ্চ মর্নিং বার্ডকে ঘাটের দিকে টেনে নেয়ার চেষ্টা শুরু হয়েছে।

সোমবার বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জের লালকুঠি ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আরেকটি লঞ্চের ধাক্কায় একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৩ শিশু ৬ নারীসহ ৩০ জনের মৃতদেহ উদ্ধার করে।

ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ূরী নামে আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড।

বুড়িগঙ্গালঞ্চডুবি